গরম পড়ছে, এবার আমের সময় আসছে।



আর কিছুদিন পরেই বাজারে মিলবে ফলের রাজা।



আম তো খেতে ভালবাসেন অনেকেই।



কিন্তু জানেন কি, আমপাতারও কত গুণ আছে ?



আমপাতার অ্যান্টি অক্সিড্যান্ট হাইপারটেনশন কমায়।



ডায়াবেটিক রোগীদের জন্য কাজ দেয় আমপাতা।



শরীরে ইনসুলিন বাড়াতে সাহায্য করে আমপাতা।



এতে আছে প্রচুর ভিটামিন এ ও সি।



ত্বকের যত্ন নিতেও আমপাতা উপকারী।



ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।