পুরুষ বা মহিলা, ৪০ বছর বয়স মানেই সতর্ক হওয়া উচিত। নিয়মিত মেনে চলা উচিত কিছু নিয়ম।

Published by: ABP Ananda
Image Source: pexels

মহিলাদের ক্ষেত্রে, ৪০ বছর পেরনোর সঙ্গে সঙ্গে কিছু শারীরিক ও হরমোনঘটিত পরিবর্তন আসে।

Image Source: pexels

৪০ বছর বয়সের পরে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের ক্ষরণ খুূব কমে যায়, এর ফলে শরীরে বাসা বাঁধতে বিভিন্ন রোগ।

Image Source: pexels

এই কারণে চিকিৎসকেরা বলেন, ৪০ বছরের পর থেকে, মহিলাদের নিয়মিত বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো উচিত।

Image Source: pexels

আপনার বয়স যদি ৪০ বা তার বেশি হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করান এই টেস্টগুলি।

Image Source: pexels

৪০ বছর বয়স পার হওয়ার পরে হরমোনের কমা-বাড়ায় শরীরে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়

Image Source: pexels

সেই কারণে, সতর্ক থাকতে নিয়মিত ব্লাড প্রেসার আর কোলেস্টেরল টেস্ট করান।

Image Source: pexels

৪০ বছরের পরে মেনোপজের সময় এগিয়ে আসতে থাকে, সেই কারণে নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করান।

Image Source: pexels

৪০ বছর বয়সের পরে থাইরয়েড হরমোন ও ওঠানামা করে, সেই কারণে নিয়মিত থাইরয়েড পরীক্ষাও জরুরি।

Image Source: pexels

৪০ বছর বয়সের পরে, স্তন ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে, তাই নিয়মিত করান মেমোগ্রাম টেস্ট

Image Source: pexels