শীতের মরশুম আসার আগে থেকেই ত্বকের যত্ন নেওয়া শুরু করা উচিত।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কীভাবে ত্বকের পরিচর্যা করলে শীতের মরশুমেও ত্বক উজ্জ্বল ও মোলায়েম থাকবে, দেখে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এখন থেকেই নিয়মিত ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা শুরু করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বিশেষ করে রাতে শোওয়ার আগে এবং স্নানের পর ক্রিম ব্যবহার করতে হবে ত্বকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

নিয়মিত ত্বকে সিরাম ব্যবহার করতে পারেন। এর মাধ্যমে ত্বক হাইড্রেটেড এবং মোলায়েম থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দু'বেলা ভালভাবে ত্বক পরিষ্কার করতে হবে। তারপর ক্রিম কিংবা ময়শ্চারাজার ব্যবহার করাও জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মাঝে মাঝে, সপ্তাহে ১-২ বার স্ক্রাব করুন মুখে। ডেড স্কিন সেল ঝরে গিয়ে জেল্লা বাড়বে ত্বকের।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের আগে থেকে বডি লোশন কিংবা ময়শ্চারাইজারও ব্যবহার করতে হবে। এর ফলে হাত-পায়ের ত্বক আর্দ্র থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের আবহাওয়া যেহেতু রুক্ষ, তাই তার আগে থেকে ত্বক আলাদা করে শুষ্ক হতে দেওয়া যাবে না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels