বিমানযাত্রায় এমনিতেই

অনেক কিছু মাথায় রাখতে হয়

Published by: ABP Ananda

কিন্তু ব্যাগে কিছু জিনিস

রাখা উচিত নয় একেবারেই

Published by: ABP Ananda

কী কী জিনিস ব্যাগে

রাখবেন না জানুন

Published by: ABP Ananda

ছুরি, কাঁচি, রেজার, ব্লেড,

এসব সঙ্গে না রাখাই ভাল

Published by: ABP Ananda

এমনকি নেল কাটারও

না রাখাই ভাল

Published by: ABP Ananda

লাইটার বা দেশলাইও

যেন না থাকে ব্যাগে

Published by: ABP Ananda

ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক থাকলেও ব্যাটারি

যেন ১৬০ ওয়াটের বেশি না হয়

Published by: ABP Ananda

১০০ মিলির বেশি জল, পারফিউম,

জেল, লোশন, শ্যাম্পুও রাখা যায় না

Published by: ABP Ananda

হাতুড়ি, স্ক্রুড্রাইভার, পিলারের মতো

যন্ত্রপাতি নিয়েও বিমানে ওঠা যায় না

Published by: ABP Ananda

ক্রিকেট ব্যাট, হকি স্টিক, টেনিস ব়্যাকেট,

ডাম্ববেল, স্কিপিং রোপও যেন না থাকে

Published by: ABP Ananda

শর্ট সার্কিটের ঝুঁকি থাকে বলে

লিথিয়াম ব্যাটারিও রাখা যায় না

Published by: ABP Ananda

হভারবোর্ড, ই-সিগারেট, ভেপ ডিভাইস

হ্যান্ড লাগেজে রাখলেও বের করা যায় না

Published by: ABP Ananda