অনেক কিছু মাথায় রাখতে হয়
রাখা উচিত নয় একেবারেই
রাখবেন না জানুন
এসব সঙ্গে না রাখাই ভাল
না রাখাই ভাল
যেন না থাকে ব্যাগে
যেন ১৬০ ওয়াটের বেশি না হয়
জেল, লোশন, শ্যাম্পুও রাখা যায় না
যন্ত্রপাতি নিয়েও বিমানে ওঠা যায় না
ডাম্ববেল, স্কিপিং রোপও যেন না থাকে
লিথিয়াম ব্যাটারিও রাখা যায় না
হ্যান্ড লাগেজে রাখলেও বের করা যায় না