অনেক ক্ষেত্রেই দেখা যায় নতুন জিন্স কেনার কয়েকদিনের মধ্যেই রঙ ফ্যাকাশে হয়ে যায়

জেনে নিন কীভাবে ধুলে বেশি দিন টিকবে জিন্সের রঙ?

বেশি বার জিন্স কাচলে রঙ ফ্যাকাশে হয়ে যাবে

বেশি ঘন ঘন কাচবেন না, এতে বেশি দিন টিকবে

জিনসের ক্ষেত্রে কখনই গরম জলে কাচবেন না

জিনস সব সময় ঠান্ডা ধুয়ে নিন, রঙ টিকবে দীর্ঘ দিন

জিন্স কাচার সময় সব সময়ে উল্টো করে নিতে ভুলবেন না

এতে রঙ ফিকে হবে না, ওয়াশিং মেশিনে না দিয়ে হাতে ধুলেই ভাল

কাচার সময়ে জলে ভিনিগার মেশান আধ ঘণ্টা ডুবিয়ে রেখে তার পর সাবান দিয়ে ধুয়ে নিন

কাচাকুচির পর জিন্স নিংড়াবেন না

বরং টানটান করে জল ঝরাতে মেলে দিন

খানিক ক্ষণ পর রোদে দিয়ে শুকিয়ে ফেলুন রঙ টেকসই করে রাখতে উল্টো করে রোদে শুকোতে দিন