স্বাদবদল হয় যেমন,
তেমন মনও ভাল হয়


কিন্তু রেস্তরাঁয় খেতে গিয়ে
এই ভুল করছেন না তো?


একজন ওয়েটারকেই
নিজের দাবিদাওয়া জানান


একাধিক জনকে বললে
তাঁদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়


মিনিটে মিনিটে নির্দেশ দেওয়ার
পরিবর্তে একবারে সব জানিয়ে দিন


এতে রেস্তরাঁর কর্মীরা বিরক্ত হবেন না,
আপনারও মন খচখচ করবে না


কোনও খাবারে অ্যালার্জি থাকলে
আগেভাগে তা জানিয়ে রাখুন


এতে সেই উপাদান খাবারে
যোগ করবেন না শেফ


খেতে খেতে চামচ টেবিল ক্লথের
উপর রাখবেন না ভুলেও


খাওয়ার প্লেটেই রাখুন,
বা পাশে রাখা বাড়তি প্লেটে


খাওয়ার সময় টেবিলে
মোবাইল ফোন না রাখাই ভাল


খাওয়া সেরে বেরনোর সময়
ফোন ভুলে আসতে পারেন


রেস্তরাঁয় গেলেই হল না,
মুহূর্তটাকে উপভোগ করুন


তাহলেই ভাল অভিজ্ঞতা
নিয়ে ফিরবেন রেস্তরাঁ থেকে