বর্ষাকালেও ত্বকে ক্রিম, ময়শ্চারাইজার ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। নাহলে ত্বকে রুক্ষ-শুষ্ক হয়ে যাবে।



যেহেতু বর্ষায় আবহাওয়া আর্দ্র থাকে তাই যাঁদের অয়েলি স্কিন তাঁরা একটু হাল্কা ধরনের ক্রিম-ময়শ্চারাইজার ব্যবহার করলে ভাল।



ত্বকের পরিচর্যার প্রথম শর্ত ভালভাবে ত্বক পরিষ্কার করা। কিন্তু তাই বলে সারাদিনে সুযোগ পেলেই মুখে ফেসওয়াশ ব্যবহার করা নয়।



ত্বক অতিরিক্ত মাত্রায় পরিষ্কার করলে ত্বক থেকে আর ন্যাচারল অয়েল বেরোবে না। তার ফলে ত্বক খুব শুষ্ক হয়ে যাবে।



বর্ষায় ত্বকে সানস্ক্রিন ব্যবহারের দরকার নেই যেহেতু মেঘলা আবহাওয়া থাকে, এই ধারণা একেবারেই ভুল।



শুধু বর্ষাকালে কেন সারা বছর সমস্ত মরশুমেই ত্বকে সানস্ক্রিনের ব্যবহার জরুরি।



আপনি সারাদিন কতটা পরিমাণে জল খাচ্ছেন, তার উপরে অনেকটাই নির্ভর করে ত্বক হাইড্রেটেড থাকবে কিনা।



বর্ষাকালে খুব বেশি গরম নেই, তাই জল কম খাবেন, এটা করা চলবে না। তাহলে ত্বক ডিহাইড্রেটেড হয়ে যাবে। দেখতে খুবই বাজে লাগবে।



বছরের অন্যান্য সমস্ত মরশুমের মতো বর্ষাকালেও ত্বকে স্ক্রাব করার প্রয়োজনীয়তা রয়েছে।



সপ্তাহে এক থেকে দু'বার স্ক্রাব করতে পারলে ডেড স্কিন সেল সহজেই দূর হবে এবং ত্বকের জেল্লা বাড়বে।