ত্বকের পরিচর্যা করার সময় ব্যবহার করুন কাঁচা দুধ। অর্থাৎ গরম করার আগে বা জ্বাল দেওয়ার আগের দুধ ব্যবহার করুন ত্বকের যত্নে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনি চাইলে বাড়িতে ফেসপ্যাক কিংবা ফেস-মাস্ক তৈরি করার সময় গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধ সবচেয়ে ভাল ক্লেনজার। তাই কাঁচা দুধ দিয়ে ত্বক পরিষ্কার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তুলো দুধে ভিজিয়ে তা দিয়ে আলতো হাতে মুখ পরিষ্কার করে নিন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধের সর দিয়ে ত্বকের পরিচর্যা করলেও অনেক উপকার পাবেন। দূর হবে কালচে দাগছোপ। ফিরবে ত্বকের জেল্লা এবং মোলায়েম ভাব।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালে দুধের সাহায্যে ত্বকের পরিচর্যা করলে ত্বক থাকবে নরম-আর্দ্র অর্থাৎ মোলায়েম। ত্বকে ময়শ্চারাইজারের কাজ করবে দুধ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারলে ত্বকের বিভিন্ন র‍্যাশ, ব্রন, অ্যালার্জি দূর হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধের সঙ্গে বেসন মিশিয়ে মুখে ফেসপ্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। এই প্যাক ত্বকে স্ক্রাবেরও কাজ করবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধের মধ্যে মধু মিশিয়ে স্নানের আগে ভালভাবে মুখের ত্বকে মেখে নিন। নিয়মিত এই প্যাক লাগালে ত্বক থাকবে তুলোর মতো নরম।

Published by: ABP Ananda
Image Source: Pexels

দুধের সরের সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করতে পারলে ত্বকে সবচেয়ে ভাল স্ক্রাবিংয়ের কাজ করবে। ঝরবে ত্বকের মরা কোষ। বাড়বে উজ্জ্বলতা।

Published by: ABP Ananda
Image Source: Pexels