জীবনে কত শত বাধা আসে। মনের ইচ্ছেপূরণ হয় না, তার জন্য মন ভাঙে, কথাও শুনতে হয়।



এই কারণেই আমরা অনেকেই ভেঙে পড়ি। ব্যর্থতাই যেমন চেপে বসে আমাদের উপর।



এমন পরিস্থিতি থেকে নিজেকে বের করতে অনেকেই ভরসা করেন সাধু গৌর গোপাল দাসের Motivational Speech-এ



সহজ ভাষায় সহজ কথায় যেন পথ দেখান তিনি। তাঁর কথা শোনার জন্য তাঁরা ইনস্টা অ্যাকাউন্টেও ভিড় বহু (Motivation Quote)



অন্য কারও সঙ্গে নিজেকে তুলনা করলে মানসিক অশান্তিই বাড়ে। বারবার একথা বলেছেন Gaur Gopal Das



ফের একবার সেই বিষয়টিই নিয়ে দৃষ্টি আকর্ষণ করলেন তিনি।



তিনি বলছেন, 'যখন অন্য কারও দিকে আমরা তাকাই, তখন আমাদের নজর সেখানেই পড়ে যা আমাদের নেই'



'যত বেশি করে আমরা অন্য কারও দিকে নজর দেব, তত আমাদের মনোযোগ সেখানেই পড়বে যা আমাদের নেই', মন্তব্য তাঁর



জীবনে আশীবার্দের গুরুত্ব বারবার মনে করিয়ে দিয়েছেন গৌর গোপাল দাস।



এখন দুনিয়ায় টাকা, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার, লাইক, কমেন্টের হিসেব হয়। ভাল থাকতে নিজের উপর থাকা আশীর্বাদের হিসেবটাও রাখার পরামর্শ গৌর গোপাল দাসের।