চুল ঝরা নিয়ে দুশ্চিন্তায় থাকেন অনেকেই, প্রশ্ন হল টাক ঢাকবে কীভাবে?

Published by: ABP Ananda

এক্ষেত্রে কার্যকরী উপাদান হল সর্ষের তেল, সরাসরি হোক বা কোনও কিছুর সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে ব্যবহার করা যায়

Published by: ABP Ananda

দু থেকে তিন চামচ সর্ষের তেল ভাল করে গরম করে আঙুলের সাহায্যে স্ক্যাল্পের ফাঁকা অংশে ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

৫ থেকে ১০ মিনিট মাসাজ করলে রক্ত সঞ্চালনা বাড়ে ফলে চুল গজাতে পারে

Published by: ABP Ananda

সম পরিমাণ নারকেল তেলে এবং সর্ষের তেল নিয়ে গরম করতে হবে

Published by: ABP Ananda

একইভাবে মাসাজ করে রেখে দিতে হবে আধ ঘণ্টা, এরপর করতে হবে শ্যাম্পু

Published by: ABP Ananda

দু চামচ সর্ষের তেলের সঙ্গে মেশাতে হবে অ্যালোভেরা জেল, হালকা হাতে স্ক্যাল্পে মাসাজ করতে হবে

Published by: ABP Ananda

আধ ঘণ্টা রেখে দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে শ্যাম্পু করে নিতে হবে

Published by: ABP Ananda

রাতভর মেথি ভিজিয়ে পেস্ট করে সর্ষের তেলে মিশিয়ে মাখতে হবে, আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda