Image Source: ফ্রিপিক

চিকিৎসকদের মতে, প্রতি মাসে নখ ২.৫ মিলিমিটার মতো বেড়ে যায়।

Image Source: ফ্রিপিক

আর নখ বাড়লে তার মধ্যে ধুলোময়লা জমতে থাকে।

Image Source: ফ্রিপিক

এর থেকে পেট খারাপ হতে পারে।

Image Source: ফ্রিপিক

মুখ ও খাদ্যনালির সংক্রমণ হওয়াও অস্বাভাবিক নয়।

Image Source: ফ্রিপিক

শুধু নিজের নয়, বড় নখ পরিস্কার না করে খাবার রাঁধলে অন্যদের রোগ হতে পারে।

Image Source: ফ্রিপিক

তাই নখ নিয়মিত কাটা ও পরিস্কার রাখা জরুরি।

Image Source: ফ্রিপিক

সাধারণত বড়দের প্রতি মাসে একবার নখ কাটা দরকার।

Image Source: ফ্রিপিক

ছোটদের প্রতি দুই সপ্তাহ অন্তর একবার করে নখ কাটা প্রয়োজন।

Image Source: ফ্রিপিক

মতান্তরে প্রতি দুই সপ্তাহে একবার করে বড়রাও নখ কাটতে পারেন।

Image Source: ফ্রিপিক

ডিসক্লেইমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।