নিরামিষ হোক বা আমিষ কসুরি মেথি চট করে স্বাদ বদলে দেয়।
ABP Ananda

নিরামিষ হোক বা আমিষ কসুরি মেথি চট করে স্বাদ বদলে দেয়।



গন্ধে মম করে চারপাশ। তড়কাই হোক বা চিকেন কারি , কসুরি মেথির ব্যবহারে স্বাদ গন্ধ দুই বাড়ে।
ABP Ananda

গন্ধে মম করে চারপাশ। তড়কাই হোক বা চিকেন কারি , কসুরি মেথির ব্যবহারে স্বাদ গন্ধ দুই বাড়ে।



কসুরি মেথির মতো স্বাদ - গন্ধ অন্য কিছু থেকে মেলা দুষ্কর।
ABP Ananda

কসুরি মেথির মতো স্বাদ - গন্ধ অন্য কিছু থেকে মেলা দুষ্কর।



কসুরি মেথি না থাকলে চট করে স্বাদ বাড়াতে দু-একটি বিকল্পের কথা ভাবা যেতেই পারে।
ABP Ananda

কসুরি মেথি না থাকলে চট করে স্বাদ বাড়াতে দু-একটি বিকল্পের কথা ভাবা যেতেই পারে।



ABP Ananda

বাঙালিরা ধনে পাতা খেতে বড্ড ভালবাসেন। কসুরি মেথির বদলে ছড়িয়ে দেন ধনেপাতা।



ABP Ananda

কারি পাতাও রান্নায় দারুণ স্বাদ ও গন্ধ সঞ্চার করে। কারি পাতা ও সরষে হাল্কা করে ভেজে ছড়িয়ে দিলে স্বাদ হয় অনবদ্য।



ABP Ananda

মাংস বা তরকারির ওপর ছড়িয়ে দিতে পারেন রসুন পাতা। দারুন গন্ধ বের হবে।



ABP Ananda

পেঁয়াজ পাতা কুচি করে ছড়িয়ে দিন চিকেন বা যে কোনও তরকারির উপর। স্বাদ অনবদ্য।



ABP Ananda

পেঁয়াজ পাতার সাদা অংশটা একেবারে রান্নার শুরুতে ভেজে মিশিয়ে নিলে দারুণ লাগবে।



ABP Ananda

কসুরি মেথির পরিবর্তে চাইলে প্যাকেটবন্দি বিভিন্ন কারি-মশালা ব্যবহার করতে পারেন স্বাদ বর্ধক হিসেবে।