নারকেলে রয়েছে স্যাচুরেটেড ফ্যাট, ত্বকের আর্দ্রতা হ্রাস করে

Image Source: ছবি সৌ: এবিপি লাইভ

গ্রিন টি কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়তে সাহায্য করে, ত্বকের পুষ্টি বাড়ায়

Image Source: ছবি সৌ: এবিপি লাইভ

গোলাপ জল মুখের ব্রণ ও পিম্পল রোধ করে, চোখের নীচের ফোলাভাব থেকে মুক্তি দেয়

ত্বকের জন্য অ্যালোভেরা ভীষণ গুরুত্বপূর্ণ

বাড়িতে শসা থাকলে তা ব্যবহার করুন ত্বকে, ঠাণ্ডা ও সতেজ রাখে ত্বক

বার্ধক্য আসতে দেয় না জাফরান ত্বকে, ব্রন হওয়া থেকেও আটকায়

মধু হাজারো সমস্যার সমাধান, এটি ত্বকে লাগালে তা ত্বকের আর্দ্রতা ধরে রাখে

ত্বকে করলার প্রয়ােগে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং ভিটামিন সি-র মাত্রা বাড়ে

সামনেই বিয়ে? তাহলে ওপরের এই ঘরোয়া টোটকাগুলো অবশ্যই মেনে চলুন

ঘরোয়া উপায়ই নিজের ত্বকের উজ্জ্বলতা ফিরে পাবেন