ফোন কী দিয়ে তৈরি তা দেখতে হবে, বেশিরভাগ ফোন ধাতু বা প্লাস্টিক বা গ্লাস দিয়ে তৈরি হয়, ফোন ফেলে দেওয়ার প্রবণতা থাকলে ধাতু বা প্লাস্টিক তৈরি ফোন ব্যবহার করা ভাল

Published by: ABP Ananda

ভিডিও স্ট্রিমিং, ফটো এডিটিংয়ে জন্য বড় স্ক্রিন যুক্ত ফোন হলে ভাল হয়, অন্তত ৬ ইঞ্চি স্ক্রিন এক্ষেত্রে ভাল

Published by: ABP Ananda

কতক্ষণ দিনে ফোন ব্যবহার করেন, তার উপর ভিত্তি করে দেখতে হবে প্রসেসর

Published by: ABP Ananda

উচ্চ মেগাপিক্সেল ক্যামেরা মানেই ভাল ফটো উঠবে এমনটা নাও হতে পারে, অ্যাপারচার, অটো ফোকাস, ISO লেভেল দেখে নিতে হবে

Published by: ABP Ananda

দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে 6000mAh ব্যাটারি যুক্ত ফোন ব্যবহার করতে হবে, এছাড়া বাকিরা 5000mAh ব্যাটারি যুক্ত ফোন ব্যবহার করতে পারেন

দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে 6000mAh ব্যাটারি যুক্ত ফোন ব্যবহার করতে হবে, এছাড়া বাকিরা 5000mAh ব্যাটারি যুক্ত ফোন ব্যবহার করতে পারেন

দেখতে ফোন আদৌ সফটওয়্যার আপডেট করা আছে কিনা

Published by: ABP Ananda

যাঁরা বেশি ফোন ব্যবহার করেন, বিশেষত ফটো এবং ভিডিও রাখার জন্য ব্যবহার করতে হবে বেশি স্টোরেজ

Published by: ABP Ananda

তথ্য লুকিয়ে রাখার জন্য এমন ফোন ব্যবহার করতে হবে যাতে রয়েছে উচ্চমানের সিকিউরিটি ফিচার

Published by: ABP Ananda

USB টাইপ C পোর্ট বর্তমান সময়ে বেশিরভাগ ফোনে থাকে, দেখতে হবে তা যেন দ্রুত ফোন চার্জ করতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda