শীতকালে সর্দি-কাশি, হাঁচির সমস্যা প্রায় সকলেরই দেখা যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

এই সর্দি-কাশি, হাঁচির সমস্যা এড়াতে ঘরোয়া টোটকা সাহায্য করবে আপনাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যাঁদের অল্পেই ঠান্ডা লেগে যায়, তাঁরা সকালে ঘুম থেকে উঠে প্রথমবার মুখ ধোবেন গরম জলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের মরশুমে সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগে পায়ে চটি পরে নিন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সকালে ঘুম থেকে উঠে হাল্কা গরম জল খাবার অভ্যাস রাখুন। এর জেরে আপনার গলা ব্যথার সমস্যা কমবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সর্দি, কাশি, হাঁচির সমস্যা হলে সঙ্গে অবশ্যই পরিষ্কার রুমাল রাখুন। নাহলে ইনফেকশন বেড়ে যেতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

যাঁদের সর্দি এবং হাঁচি, কাশির সমস্যা রয়েছে, তাঁরা শীতের মরশুমে মধু খাওয়ার অভ্যাস রাখুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সর্দি, কাশির সমস্যা এবং অত্যধিক হাঁচি হওয়া মানেই আপনার অ্যালার্জির প্রবণতা রয়েছে। এক্ষেত্রে পরিষ্কার পোশাক ব্যবহার করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতের মরশুমে অনেকেরই চোখ-নাক থেকে নাগাড়ে জল পড়তে থাকে। এই সমস্যা এড়াতে কালোজিরে হাল্কা গরম করে রুমালে বেঁধে শুঁকতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শীতকালে হাঁচি, কাশি, সর্দি, চোখ-নাক দিয়েজল পড়া এড়াতে চাইলে অতি অবশ্যই নিয়মিত স্নান করা দরকার। গরম জলে স্নান করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels