অনেকেই চুলে কাঁচা ডিম লাগিয়ে থাকেন। চুলে ডিম ব্যবহার করলে কী কী উপকার পাওয়া যায় দেখে নিন একঝলকে। ডিমে রয়েছে বায়োটিন যা একপ্রকার ভিটামিন বি। চুলের বিভিন্ন সমস্যা দূর করে এই উপকরণ। ডিমে রয়েছে ভিটামিন এ, ডি, ই এবং ফোলেট। এইসব ভিটামিন ও মিনারেলস চুলের স্বাস্থ্যের সার্বিকভাবে খেয়াল রাখে। ডিম ব্যবহার করলে চুলের উজ্জ্বলতা বা জেল্লা বৃদ্ধি পায়। চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর করে চুল মোলায়েম করে ডিমের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। চুলে কার্যত প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে ডিম। চুল মাঝখান থেকে ভেঙে যায় অনেকের। এই সমস্যা দূর করে চুলের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। খুশকির সমস্যা কমায় এবং চুল পড়ার সমস্যা কমায় ডিম। তাই চুলে ব্যবহার করতেই পারেন এই উপকরণ। ডিমের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। চুলের ঘনত্ব বাড়াতে কাজে লাগে এই প্রোটিন।