এক্সফোলিয়েট করতে হবে নিয়মিত
abp live

এক্সফোলিয়েট করতে হবে নিয়মিত

Published by: ABP Ananda
ত্বকের মৃত কোষ দূর করতে নারকেল তেলের সঙ্গে চিনি, মধু বা কফি মিশিয়ে ব্যবহার করতে পারেন
abp live

ত্বকের মৃত কোষ দূর করতে নারকেল তেলের সঙ্গে চিনি, মধু বা কফি মিশিয়ে ব্যবহার করতে পারেন

Published by: ABP Ananda
ঠোঁট ময়েশ্চারাইজ করতে হবে
ABP Ananda

ঠোঁট ময়েশ্চারাইজ করতে হবে



আর্দ্রতা বজায় রাখতে এবং ঠোঁট ঠিক রাখতে বাদাম তেল, শিয়া বাটার বা জোজোবা তেল দিয়ে তৈরি লিপবাম ব্যবহার করুন
ABP Ananda

আর্দ্রতা বজায় রাখতে এবং ঠোঁট ঠিক রাখতে বাদাম তেল, শিয়া বাটার বা জোজোবা তেল দিয়ে তৈরি লিপবাম ব্যবহার করুন



ABP Ananda

ঠোঁট গোলাপি করতে অ্যালোভেরা, মধু বা নারকেল তেল দিয়ে তৈরি ঠোঁটের মাস্ক ব্যবহার করতে পারেন



ABP Ananda

দিনে কমপক্ষে ৮ গ্লাস জল পান করতেই হবে, তরমুজ, শসার মতো ফল রাখতে হবে পাতে



ABP Ananda

ঠোঁটকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে SPF 15 লিপবাম ব্যবহার করতে হবে



ABP Ananda

ঠোঁটে বিটের রস লাগিয়ে রেখে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন



ABP Ananda

হলুদ গুঁড়ো ও ঠান্ডা দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে ঠোঁটে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন



ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।