অনেকে ঘরে গাছ রাখেন। বর্ষার মরশুমে এইসব গাছ ঘর থেকে সরিয়ে অন্যত্র রাখুন। তার ফলে স্যাঁতস্যাঁতে ভাব এবং সোঁদা গন্ধ কমবে।



ঘরের দরজা এবং জানলা ভালভাবে খুলে রাখতে হবে। তার ফলে আপনার ঘরে বাইরের আলো-বাতাস আসতে পারবে।



ঘরের মধ্যে ভেজা জামাকাপড় না রাখাই শ্রেয়। ভেজা জামাপকাপড় রাখলে ঘরের আর্দ্রভাব বেড়ে যাবে।



ঘর পরিষ্কার করে মুছে রাখার সময় একটূ শুকনো করে মুছতে হবে, যাতে মেঝেতে জল না থেকে যায়।



শুধু নিজের ঘর নয়, চেষ্টা করুন রান্নাঘর এবং বাথরুমও শুকনো রাখতে। তাহলে বাড়ির ভিতরে অতিরিক্ত আর্দ্রতা তৈরি হবে না।



মাঝে মাঝে ঘরের এসি চালিয়ে নিন। তার ফলে ঘরের ভিতরের আর্দ্র বাতাস দূর হবে।



অনেকসময় বর্ষার দিনে আমরা ভেজা জামাকাপড় শুকানোর জন্য ঘরে রাখি, এটা করলে ঘরের আর্দ্রভাব বেড়ে যাবে।



গরম জলে স্নান করলে বাথরুম থেকে বেরিয়ে এক জায়গায় বসে থাকা ঠিক নয়। এর ফলে আর্ড্রতা বাড়ে।



বর্ষার মরশুমে ভেজা কোনও জিনিস নিজের ঘরে রেখে দিলে হবে না। ভেজা জিনিসে আর্দ্রতা বাড়ে।



আপনার ঘরের বাতাসে আর্দ্রতা বেশি হলে নানা ধরনের সমস্যা হতে পারে। অ্যালার্জি থাকলে সেই সমস্যা বাড়তে পারে।