অনেকে ঘরে গাছ রাখেন। বর্ষার মরশুমে এইসব গাছ ঘর থেকে সরিয়ে অন্যত্র রাখুন। তার ফলে স্যাঁতস্যাঁতে ভাব এবং সোঁদা গন্ধ কমবে।