চুল স্টেট করার জন্য হয় পার্লারে যেতে নাহলে স্টাইলিং কিট ব্যবহার করতে হয়



তবে কেমিক্যাল ব্যবহার না করেও বাড়িতেও ঘরোয়া উপায়ে চুল স্ট্রেট করা যায়



মধু এবং দুধ মিশিয়ে মাথা মেখে চিরুনি দিয়ে আঁচড়ে নিন



এভাবে ১ থেকে ২ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন



ভেজা চুল দুভাগে ভাগ করে তোওয়ালে দিয়ে মুড়ে রাখতে হবে



গরম নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে স্ক্যাল্প এবং চুলে মেখে নিন



দু ঘণ্টা চুলে মেখে রেখে হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন



২ থেকে ৩ কাপ চাল ভাল করে ধুয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রেখে দিন



শ্যাম্পু করার পর চাল ছেঁকে নিয়ে ওই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।