ঘাড়ে কালো দাগ পড়ার অর্থ কী ?

ঘাড়ে কালো দাগ বিভিন্ন কারণে পড়তে পারে

ঘাড়ের ত্বক ঠিক করে পরিষ্কার না করলে ময়লা জমে যায়

যার জেরে ঘাড়ে কালো দাগ পড়ে যায়

দীর্ঘক্ষণ সূর্যের আলোয় থাকলে ত্বকের রং কালো হয়ে যায়

হরমোনের ভারসাম্যহীনতা, যেমন হাইপোহাইরয়েডিজমও ঘাড়ে কালো দাগের কারণ হতে পারে

স্থূলতা ও শরীরে উচ্চমাত্রায় ইনসুলিন থাকলে এই সমস্যার কারণ হতে পারে

রক্তে ইনসুলিনের মাত্রা বাড়লেও ঘাড়ের রং কালো হয়ে যেতে পারে

ঘাড়ের কালো রংকে acanthosis nigricans বলা হয়

আপনি যদি এনিয়ে চিন্তায় থাকেন, তাহলে তা ঘরোয়া উপায়ে পরিষ্কার করতে পারেন