অনেকেরই বাড়িতে ঘরের মধ্যে খালি পায়ে হাঁটার অভ্যাস রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনার অজান্তেই এই অভ্যাস ডেকে আনতে পারে বড় বিপদ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চলুন জেনে নেওয়া যাক বাড়িতে চটি বা জুতো ছাড়া খালি পায়ে হাঁটলে কী কী সমস্যা হতে পারে আপনার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনি ঘরের মধ্যে খালি পায়ে হাঁটলেও নিরাপদ নন। সহজেই আপনার পায়ে চোট-আঘাত লাগতে পারে। কেটে যেতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চটি কিংবা জুতো পরে হাঁটলে সহজে আপনি কোনও কিছুতে ধাক্কা খাবেন না। খালি পায়ে হাঁটলে ঘরের আসবাবপত্রে সহজে ধাক্কা খেতে পারেন। লাগতে পারে চোট।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঘরের মেঝে সঠিক ভাবে পরিষ্কার করা হলেও জীবাণুদের আনাগোনা থেকেই যায়। খালি পায়ে হাঁটলে জীবাণু সরাসরি আপনার পায়ের নাগাল পেয়ে যায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনার ত্বক যদি সেনসিটিভ হয় তাহলে পায়ে জীবাণুর সংস্পর্শে ইনফেকশন, অ্যালার্জি হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খালি পায়ে হাঁটলে আপনার পায়ে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে ভেজা জায়গায় খালি পায়ে হাঁটা উচিত নয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

খালি পায়ে হাঁটলে পা ফাটার মূলত গোড়ালির অংশে ফেটে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাই সতর্ক থাকা উচিত।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ঘরে কিংবা বাথরুমে চটি কিংবা জুতো পরে হাঁটার সময় খুবই সতর্ক থাকুন যাতে স্লিপ কেটে পড়ে না যান।

Published by: ABP Ananda
Image Source: Pexels