পিরিয়ডসের সময় শরীরচর্চা করা যাবে কি না, তা নিয়ে অনেক মতভেদ আছে

Published by: ABP Ananda

এই সময় শরীরচর্চা করলে একাধিক উপকার পাওয়া যায়

Published by: ABP Ananda

পিরিয়ডসের সময় হাঁটলে, সাঁতার কাটলে, যোগাসন করলে ব্যথা কমতে পারে

Published by: ABP Ananda

ব্যায়ামের ফলে এন্ডোরফিন নির্গত হয় মেজাজ উন্নত করতে সাহায্য করে

Published by: ABP Ananda

এই সময় শরীরচর্চা করলে রক্ত সঞ্চালন বাড়ে, এমনকী কোষ্ঠকাঠিন্যও কমতে পারে

Published by: ABP Ananda

পিরিয়ডসের সময় হতে পারে মানসিক চাপ, যা দূর করে শরীরচর্চা

Published by: ABP Ananda

পিরিয়ডস পর্বে পেট ব্যথা হয় অনেকের এই সময় শরীরচর্চা করলে এনার্জি বাড়ে

Published by: ABP Ananda

শরীরচর্চার ফলে ঘুম হয় ভাল, তাতে পেট ব্যথা থেকেও রেহাই পাওয়া যায়

Published by: ABP Ananda

শরীরচর্চার একাধিক গুণ রয়েছে পিরিয়ডসের সময় এতে হজম ক্ষমতা বাড়ে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda