ব্রণ হওয়ার একাধিক কারণ রয়েছে

Published by: ABP Ananda

অনেক সময় দেখা যায় দূষণ, পুষ্টিকর খাবার না খাওয়া, পর্যাপ্ত জল পান না করার কারণে ব্রণ হতে পারে

Published by: ABP Ananda

এমনকী পর্যাপ্ত পরিমাণে ভিটামিন শরীরে না থাকার কারণে

Published by: ABP Ananda

যেমন শরীরে ভিটামিন D-র অভাব হলে ব্রণ হতে পারে

Published by: ABP Ananda

ভিটামিন D শরীরে ক্যালসিয়াম শোষণ করতে এবং জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

Published by: ABP Ananda

ভিটামিন B-র অভাব ব্রণ, ফুসকুড়ি, শুষ্ক ত্বক এবং আরও অনেক কিছু হতে পারে

Published by: ABP Ananda

সবুজ শাক-সবজি, চর্বিহীন প্রোটিন খেলে ভিটামিন B-এর অভাব পূরণ হয়

Published by: ABP Ananda

ব্রণর কারণ হতে পারে ভিটামিন E এবং ভিটামিন A-এর অভাব

Published by: ABP Ananda

শুধু ভিটামিনের অভাবই নয়, কিছু খনিজ যেমন জিঙ্কের অভাবেও হতে পারে ব্রণ

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda