ডিনারের কতক্ষণ পরে ব্রাশ করা ভাল ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

অনেকেই বলেন দিনে দু'বার ব্রাশ করা ভাল।

Image Source: Freepik

আর রাতে শুতে যাওয়ার আগে ব্রাশ করা খুবই জরুরি।

Image Source: Freepik

কিন্তু অনেকেই খাবার পরে পরেই ব্রাশ করে নেন।

Image Source: Freepik

এতে কি উপকার মেলে ? কখন ব্রাশ করলে ভাল ?

Image Source: Freepik

আম্লিক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ব্রাশ করলে ক্ষতি হয়।

Image Source: Freepik

এতে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়, নানাবিধ সমস্যা দেখা দেয়।

Image Source: Freepik

খাবার খাওয়ার ৩০ মিনিট পরে ব্রাশ করা উচিত।

Image Source: Freepik

এতে দাঁতের স্বাস্থ্যও ভাল থাকে।

Image Source: Freepik

এতে দাঁতের সফট এনামেল নষ্ট হওয়া থেকে বাঁচা যায়।

Image Source: Freepik