অনেকে মুখে লবঙ্গ রেখে ঘুমান। কী তার উপকার ? আকারে ছোট ও ঝাল প্রকৃতির, কিন্তু এর গুণ অশেষ লবঙ্গ খেলে পেট পরিষ্কার হয়ে যায়। যে কারণে সারাদিন ফুরফুরে লাগবে হাত-পা কাঁপার সমস্যা থাকলে অবশ্যই লবঙ্গ ব্যবহার করুন রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে সাহায্য করে লবঙ্গ যদি পেটে ব্যথা হয়, বা হজম ক্ষমতা কমজোর হয় এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে গরম জলে ২টি লবঙ্গ ফেলে পান করতে হবে সর্দি, গলায় অস্বস্তি, ভাইরাল সংক্রমণ, শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটিস ও সাইনাসের মতো রোগে লবঙ্গ ব্যবহার করা হয় মুখের দুর্গন্ধ রুখতে সাহায্য করে লবঙ্গ জিভ, তালু ও গলার ব্যাক্টেরিয়া পরিষ্কার করতেও সাহায্য করে