জিঙ্কে ভরপুর খাবার যেমন বাদাম, বীজ, এবং মাশরুম প্রোজেস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে

Published by: ABP Ananda

পাতে থাকুক ভিটামিন B যুক্ত খাবার, রোজ খেতে পারেন কলা, অ্যাভোকাডো, ভুট্টা এবং ওটমিল

Published by: ABP Ananda

এই সময় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার শরীর ঠিক রাখতে সহায়ক, খেতে পারেন তৈলাক্ত মাছ, অলিভ ওয়েল

Published by: ABP Ananda

হবু মায়ের প্রয়োজন ভিটামিন C, অ্যান্টিঅক্সিডেন্ট; তাই খেতে হবে সবুজ শাক, টম্যাটো, তরমুজ

Published by: ABP Ananda

প্রদাহ রোধ করা প্রয়োজন এই সময়ে, তাই পাতে রাখতে হবে হলুদ যুক্ত খাবার তাতে হরমোনের ভারসাম্য থাকবে

Published by: ABP Ananda

দইয়ে আছে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক, যা খেলে পেটের স্বাস্থ্য ভাল থাকে, হরমোনের ভারসাম্য থাকে

Published by: ABP Ananda

উচ্চ ম্যাগনেসিয়াম এবং ফ্ল্যাভোনয়েড যুক্ত যা মেজাজ উন্নত করতে পারে এবং চাপ কমাতে পারে

Published by: ABP Ananda

স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ অ্যাভোকাডো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা ভারসাম্য রাখতে পারে

Published by: ABP Ananda

ইনডোল-3-কারবিনলের মতো যৌগ রয়েছে, যা হরমোনের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে পারে

Published by: ABP Ananda

তিসিতে রয়েছে ফাইটোস্ট্রোজেন, যা ইস্ট্রোজেনের মাত্রা ভারসাম্য রাখতে সাহায্য করতে পারে

Published by: ABP Ananda

প্রোটিনে সমৃদ্ধ কিনোয়া, রক্তে শর্করার মাত্রা রাখে নিয়ন্ত্রণে, হরমোনের ভারসাম্য বজায় রাখতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda