গোড়ালিতে ব্যথা হওয়া একটি সাধারণ সমস্যা। এই সমস্যা যে কারও হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

গোড়ালিতে ব্যথা হওয়া একটি সাধারণ সমস্যা, এই সমস্যা যে কারও হতে পারে।

Image Source: Pexels

এই ব্যথা বেশি হাঁটা, খারাপ ফিটিং এর জুতা পরা এবং খানাখন্দের উপর দিয়ে হাঁটা থেকেও হতে পারে

Image Source: Pexels

কিন্তু রোজ গোড়ালিতে ব্যথা থাকা ভাল না, এর কারণ গুরুতর তে পারে

Image Source: Pexels

আসুন জেনে নিই যে প্রতিদিন গোড়ালিতে ব্যথা হলে কী হতে পারে

Image Source: Pexels

প্রতিদিন গোড়ালিতে ব্যথা হওয়ার কারণ প্ল্যান্টার ফ্যাসাইটিস হতে পারে

Image Source: Pexels

এই ব্যথা সাধারণত ধীরে ধীরে শুরু হয়, তারপর বাড়ে।

Image Source: Pexels

প্রতিদিনের ব্যথার একটি কারণ বাতের ব্যথাও হতে পারে

Image Source: Pexels

হিল স্পার এ গোড়ালির হাড়ের উপর হাড় থাকার কারণেও ব্যথার সমস্যা হতে পারে

Image Source: Pexels

গোড়ালিতে রোজ ব্যথার কারণ শরীরের বেশি ওজন হওয়াও হতে পারে