ত্বকের ট্যান দূর করার সহজ ঘরোয়া উপায়

Published by: ABP Ananda
Image Source: pexels

আজকাল ট্যানিংয়ের সমস্যায় প্রায় সবাই জর্জরিত

Image Source: pexels

এই দুই ঘরোয়া উপায়ে ট্যানিং চিরতরে দূর করুন।

Image Source: pexels

এক চামচ লেবুর রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে একটি পেস্ট বানান

Image Source: pexels

পেস্টটিকে এবার ট্যান করা স্থানে লাগিয়ে ১৫ মিনিট রাখুন, তারপর পর ধুয়ে ফেলুন

Image Source: pexels

এটি ট্যানিংয়ের সঙ্গে সঙ্গে দাগ-ছোপও হালকা করে

Image Source: pexels

এছাড়াও বেসন, হলুদ এবং দইয়ের ফেস প্যাকও এক্ষেত্রে কার্যকরী হতে পারে

Image Source: pexels

দুই চামচ বেসনে ১/৪ চামচ দই এবং হলুদ মিশিয়ে পেস্ট বানান

Image Source: pexels

এরপর পেস্টটিকে ২০ মিনিটের জন্য মুখে লাগান, তারপর স্ক্রাব করে ধুয়ে ফেলুন

Image Source: pexels

এই ফেস প্যাকটি আপনার মুখমণ্ডলে স্বাভাবিক উজ্জ্বলতা আনবে ও ট্যান দূর করবে

Image Source: pexels