পারফিউমের সুগন্ধ থাকলেও অনেকেই তা সহ্য করতে পারেন না, তার জন্য বিকল্প উপায়ও রয়েছে

Published by: ABP Ananda

স্নান করতে নিয়মিত, ব্যবহার করতে হবে অ্যান্টিব্যাক্টেরিয়াল সাবান বা বডি ওয়াশ

Published by: ABP Ananda

স্নানের পর বা হাতমুখ ধোওয়ার পর অবশ্যই ভাল করে মুছতে হবে

Published by: ABP Ananda

সুতি বা সিল্কের পোশাক পরতে হবে, যাতে ঘাম না হয় বেশি

Published by: ABP Ananda

ঘাম জমে দুর্গন্ধ হয় বগলে, তাই তা পরিষ্কার রাখতে হবে

Published by: ABP Ananda

লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া মেরে ফেলে, স্নানের জলে এই রস মেশাতে পারেন

Published by: ABP Ananda

স্প্রে বোতলে অ্যাপল সিডার ভিনিগার জলের সঙ্গে বগলে লাগান, দূর হবে গন্ধ

Published by: ABP Ananda

বেকিং সোডা এবং জল দিয়ে একটি পেস্ট তৈরি করে বগলে লাগান, শুকিয়ে গেলে ধুয়ে নিন

Published by: ABP Ananda

গ্রিন টি ব্যাগ ফুটন্ত জলে রেখে তারপর তা ঠান্ডা করে বগলে লাগালে ছিদ্র বন্ধ হয় এবং দুর্গন্ধ কমতে পারে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda