শরীরচর্চা করার পর খেতে পারেন গ্রিক ইয়োগার্ট। এটি একটি পুষ্টিকর খাবার। প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জিমের পর গ্রিক ইয়োগার্ট খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে আপনার। পেশী মেরামতে কাজে লাগে এই খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। প্রোটিনে ভরপুর এই পেশীর সুগঠনে সহায়তা করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শরীরচর্চা করার পর প্রবল খিদে পাওয়াই স্বাভাবিক। কিন্তু ওজন কমাতে শরীরচর্চা করছেন, তাই খেতে হবে স্বাস্থ্যকর কিছু খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

শারীরিক কসরত করার পর খেতে পারেন কিনুয়া। খিদে ভাব কমাবে এবং এনার্জির জোগান দেবে এই খাবার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন কমানোর ডায়েটে প্রোটিন জাতীয় খাবার জরুরি। আর তাই প্রোটিন সমৃদ্ধ কিনুয়া খেতে পারেন শরীরচর্চার পরে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওমেগা থ্রি অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে শরীরচর্চার পরে। এই উপকরণ প্রদাহজনিত সমস্যা কমায়। পেশীর চোটও দ্রুত সারায়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

টুনা এবং স্যামন- এই দুই মাছ শরীরচর্চার পরের খাবার হিসেবে মেনুতে রাখতে পারেন। এইসব মাছ পেট ভরিয়ে রাখবে দীর্ঘক্ষণ।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওজন কমাতে নিয়মিত যাঁরা শরীরচর্চা করছেন তাঁরা ওয়ার্ক আউটের পর খেতে পারেন বিভিন্ন ধরনের বাদাম।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ওয়ার্ক আউটের পর খেতে পারেন আমন্ড কিংবা আখরোট। প্রোটিন আর হেলদি ফ্যাট রয়েছে এই দুই বাদামে। কমাবে ওজন।

Published by: ABP Ananda
Image Source: Pexels