জিমে শরীরচর্চার সঙ্গে সঙ্গে অনেকেই প্রোটিন পাউডার খান।

Published by: ABP Ananda
Image Source: Freepik

এতে শরীরে প্রোটিনের যোগান বাড়ে, পেশি মজবুত হয়।

Image Source: Freepik

তবে বাজারে অনেক নকল পাউডারও রয়েছে।

Image Source: Freepik

না জেনে বুঝে কিনে খেলে শরীরের অনেক ক্ষতি হতে পারে।

Image Source: Freepik

কীভাবে চিনবেন প্রোটিন পাউডার কোনটা আসল, কোনটা নকল ?

Image Source: Freepik

সাপ্লিমেন্টের নাম, ডিজাইন, প্যাকেজিংয়ে সমস্যা থাকবে নকল পাউডারের।

Image Source: Freepik

কৌটোর গায়ের বারকোড স্ক্যান করে আসল-নকল প্রমাণ পাবেন।

Image Source: Freepik

নকল প্রোটিন পাউডারের অত্যন্ত তীব্র গন্ধ থাকে।

Image Source: Freepik

আসল পাউডার জলে পুরোপুরি মিশে যাবে, এটা পরীক্ষা করে নিতে হবে।

Image Source: Freepik