এই ফলের রস লাগালে চুলের রং থাকবে সতেজ

Published by: ABP Ananda
Image Source: ABPLive AI

চুল নিয়ে খুবই সচেতন বেশিরভাগ মানুষ।

Image Source: ABPLive AI

বয়স বাড়লেই চুল পড়া, চুলের রং পেকে যাওয়া লেগেই থাকে।

Image Source: ABPLive AI

এ নিয়ে দুশ্চিন্তাও করেন অনেকে।

Image Source: ABPLive AI

এই সবুজ ফলের রস লাগালে চুলের রং থাকবে সতেজ।

Image Source: Freepik

কালো রং কখনই আর সাদা হবে না।

Image Source: Freepik

অনেকেই আমরা জানি আমলকীর রসের কী উপকার।

Image Source: Freepik

এই আমলকীর রস চুলে লাগালে চুল পাকার সম্ভাবনা অনেক কমে যায়।

Image Source: Freepik

আমলকীর রস মাথায় লাগিয়ে ২০-৩০ মিনিট পর শ্যাম্পু করে নিতে হবে।

Image Source: Freepik