গরমের দিনে কী সবজি খাবেন, সেটা ভাবতেই নাজেহাল লাগে ?







সেই এক পটল, ঝিঙে খেয়ে ক্লান্ত ? রান্নায় নতুন স্বাদ দিতে পারে পুদিনা পাতা।



পুদিনা পাতা ব্যবহার করতে পারেন চা কিংবা ঠান্ডা পানীয়তেও।



পুদিনা পাতার গন্ধে যেমন মুখের দুর্গন্ধ দূর হয়, তেমনই রান্নায় ভাল স্বাদ আসে।



খাদ্যে অরুচি হয়ে থাকলে, পুদিনা পাতা ব্যবহার করুন রান্নায়।



পেটের নানা সমস্যার সমাধান করতে পারে পুদিনা পাতা।



যে কোনও ব্যথা থেকে রেহাই পেতে পুদিনা পাতার রস খুব উপকারী।



পুদিনা পাতা চায়ে দিয়ে খেলে শুকনো কাশি সেরে যায়।