ইস্ত্রি করতে গিয়ে ছ্যাঁকা লেগেছে বা রান্নার সময় পুড়ে গিয়েছে।



অল্পসল্প পোড়ার ক্ষত সারাতে অনেকেই ভুল করে বসেন।



পোড়া জায়গায় জ্বালা কমাতে লাগান টুথপেস্ট।



টুথপেস্ট লাগালে ক্ষণিকের জন্য জ্বালাভাব কমে, ঠান্ডা বোধ হয়।



কিন্তু এর মধ্যেকার সোডিয়াম ক্লোরাইড ত্বকের জন্য ক্ষতিকর।



এমনকী এতে সংক্রমণের সম্ভাবনাও বেড়ে যায়।



টুথপেস্টের বদলে কোনও মলম লাগান যায়।



অ্যান্টি মাইক্রোবিয়াল মলম লাগালে উপকার মেলে।



টুথপেস্টের বদলে পোড়া জায়গায় নারকেল তেল লাগাতে হবে।



কেউ চাইলে অ্যালোভেরা জেলও লাগাতে পারে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।