মানুষ কেন কিসমিসের জল পান করে ?
abp live

মানুষ কেন কিসমিসের জল পান করে ?

সকালের শুরুটা কিছু স্বাস্থ্যকর খেয়ে বা পান করে করা গেলে তার থেকে ভাল কিছু হতে পারে না
abp live

সকালের শুরুটা কিছু স্বাস্থ্যকর খেয়ে বা পান করে করা গেলে তার থেকে ভাল কিছু হতে পারে না

স্বাস্থ্যের খেয়াল রাখতে হলে রোজ সকালে খালি পেটে কিসমিস ভেজানো জল পান করা যেতে পারে
abp live

স্বাস্থ্যের খেয়াল রাখতে হলে রোজ সকালে খালি পেটে কিসমিস ভেজানো জল পান করা যেতে পারে

কিসমিসে প্রচুর প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়
abp live

কিসমিসে প্রচুর প্রয়োজনীয় পুষ্টি পাওয়া যায়

abp live

যেটাকে রাতভর জলে ভেজালে সেই জলেও কিসমিসের সব গুণ ঢুকে যায়

abp live

আয়রনের অভাব থাকলে অ্যানিমিয়ার সমস্যা হতে পারে

abp live

তাই, আমাদের কিসমিসের জল পান করা উচিত। কারণ, এতে আয়রনের মাত্রা বেশি থাকে

abp live

এছাড়া কিসমিসের জলে অ্যান্টি-অক্সিডেন্ট, পটাশিয়াম-সহ অন্যান্য পুষ্টি থাকে

abp live

কিসমিসের জল পান করলে হাড়ও মজবুত হয়

abp live

যদি সকালে খালি পেটে এই জল পান করে নেন তাহলে ত্বকও উজ্জ্বল হতে পারে