প্রদাহ বিরোধী উপাদান যুক্ত, রোগ প্রতিরোধ করতে সহায়ক হলুদ শীতকালে কার্যকরী

Published by: ABP Ananda

সকালে ঘুম থেকে উঠে কাঁচা হলুদ বা খাবারে হলুদ মিশিয়ে খেলে অ্যান্টিসেপ্টিকের কাজ করে

Published by: ABP Ananda

শীতকালে রোগের হাত থেকে দূর থাকতে দুধের সঙ্গে হলুদ, গোলমরিচ এবং মধু মিশিয়ে খাওয়া যেতে পারে

Published by: ABP Ananda

ভাত রান্নার সময় দু তিন কুচি কাঁচা হলুদের টুকরো দিলে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ে

Published by: ABP Ananda

অলিভ ওয়েল, লেবুর রস, সর্ষের তেলের মধ্যে কাঁচা হলুদের কুচি মিশিয়ে রাখতে হবে, তা ব্যবহার করা যায় স্যালাড হিসেবে

Published by: ABP Ananda

কলা, আনারস আমন্ড মিল্ক বা দইয়ে মেশাতে হবে, তাতে হলুদ দিয়ে তৈরি করে নেওয়া যায় স্মুদি

Published by: ABP Ananda

ডাল বা সবজি অথবা মুরগির মাংস দিয়ে তৈরি স্যুপের সঙ্গে কাঁচা হলুদ মিশিয়ে খাওয়া যায়

Published by: ABP Ananda

শীতকালে সব সবজি মিশিয়ে তরকারি বানালে তাতে দিয়ে দিন কাঁচা হলুদ

Published by: ABP Ananda

কাঁচা হলুদ টুকরো করে কেটে তাতে নুন, লঙ্কার গুঁড়ো, সর্ষে, তেল এবং আমলকী মিশিয়ে তৈরি করতে পারেন আচার

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda