শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য নিয়মিত ফল খাওয়া জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কিন্তু কীভাবে ফল খাওয়া ভাল, চিবিয়ে নাকি রস করে?

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফল চিবিয়ে খাওয়া ভাল নাকি রস করে এই প্রশ্ন অনেকের মনেই থাকে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চলুন জেনে নেওয়া যাক কীভাবে ফল খেলে আপনি সবচেয়ে বেশি উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সাধারণত বলা হয় ফল রস করে খাওয়ার বদলে চিবিয়ে খেলেই বেশি উপকার।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফলের মধ্যে বিশেষ করে ফলের খোসা, বাইরের অংশ এগুলিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা স্বাস্থ্যের জন্য উপকারী।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফল রস করে খেতে গেলে এইসব ফাইবার নষ্ট হয়ে যায়। তার ফলে ওই ফাইবারের গুণ আর পাওয়া যায় না।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাই চেষ্টা করুন ফল চিবিয়ে খেতে, রস করে নেয়। একান্ত অসুবিধা থাকলে রস করে খেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেকের ফল খেলে অ্যাসিডিটি হয়। তারা ফল খাওয়ার সময় অল্প বিট লবণ দিয়ে ফল খেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অনেক ফলের খোসাতেই রয়েছে প্রচুর গুণ। তাই এইসব ফলের খোসা না ফেলে খোসা সমেত খেতে পারলেই ভাল।

Published by: ABP Ananda
Image Source: Pexels