সামনেই পুজো, কিন্তু ঝরে যাচ্ছে চুল? ১ থেকে ২ সপ্তাহের মধ্যেই কীভাবে ঘন, মজবুত করবেন চুল?

Published by: ABP Ananda

ডিম প্রোটিনে ভরপুর যা ভাল চুলের জন্য জরুরি। তেলের সঙ্গে, বা ফেটিয়ে এমনি চুলে মেখে শ্যাম্পু করে নিন।

Published by: ABP Ananda

অলিভ অয়েলের ওমেগা ৩ অ্যাসিড চুলে পুষ্টি দেয়। সরাসরি ব্যবহার করতে পারেন। চুল নরম ও আর্দ্র করে।

Published by: ABP Ananda

ভিটামিন সি, পেকটিন ও কমলালেবুতে উপস্থিত অ্যাসিড চুলের জন্য উপকারী। এটা বেটে লাগালে তা চুলকে ঘন করতেও সাহায্য করে।

Published by: ABP Ananda

অ্যালোভেরা জেল বা তেল শুধু চুলের না, ত্বক ও স্ক্যাল্পকেও ভাল রাখে। চুলে মেখে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

Published by: ABP Ananda

অ্যাভোকাডোয় প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। অনেকের মতে এটি ভাল ময়েশ্চরাইজারও। সপ্তাহে দু'বার ব্যবহার করা যেতে পারে।

Published by: ABP Ananda

চুলের খাবারের সঙ্গে নিজের সঠিক পুষ্টিও জরুরি। ফ্যাট, প্রোটিন, ভিটামিন সমেত সুষম খাদ্যাভ্যাস প্রয়োজন।

Published by: ABP Ananda

কথায় বলে নারকেল তেল চুলের খাদ্য। এই তেল চুল ভাঙতে ও গোড়া ফাটা রোধ করে। চুলের ঘনত্বও বাড়ে।

Published by: ABP Ananda

স্ক্যাল্পে সরাসরি কেউ রোজমেরি তেল মাখতে পারেন। অথবা শ্যাম্পুর সঙ্গে মিশিয়েও মাখা যেতে পারে। স্ক্যাল্পের চুলকানি রোধেও সাহায্য করে এই তেল।

Published by: ABP Ananda

ক্যাস্টর তেলেও প্রচুর ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিড থাকে। চুলের স্বাস্থ্য ভাল করে যা। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

Published by: ABP Ananda