অনেকেই চালধোয়া জল রূপচর্চার কাজে লাগান।

Image Source: Freepik

এই জলে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন ও খনিজ।

Image Source: Freepik

চালধোয়া জলে পাবেন ভিটামিন বি১, বি৩, বি৫, বি৬ ইত্যাদি।

Image Source: Freepik

এই ভিটামিন বি১ ত্বকের পরিচর্যায় কাজে লাগে, বি২ ভিটামিন ত্বক আর্দ্র রাখে।

Image Source: Freepik

শুধু তাই নয়, চালধোয়া জলে থাকে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট।

Image Source: Freepik

ভিটামিন বি৫ ত্বক নরম কোমল রাখে এবং বি৩ ভিটামিন ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখে।

Image Source: Freepik

ত্বকের ব্রণর সমস্যা দূর করে চালধোয়া জল।

Image Source: Freepik

চালধোয়া জল ত্বকের টোনার বা ফেসওয়াশ হিসেবে ব্যবহারে বেশি উপকার পাবেন।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik