পাতিলেবুতে রয়েছে ভিটামিন C, ঘনঘন রোগ সংক্রমণের প্রবণতা থাকলে তা থেকে মুক্তি দেয়

Published by: ABP Ananda

বদহজমের সমস্যা থাকলে শরীরের প্রয়োজন পাতিলেবু, এতে আছে সাইট্রিক অ্যাসিড যা খাবার দ্রুত হজমে সাহায্য করে

Published by: ABP Ananda

ক্লান্তি, অবসাদগ্রস্ত মনে হলে প্রতিকার হতে পারে পাতিলেবু, ভিটামিন C শরীরকে চাঙ্গা রাখে

Published by: ABP Ananda

ঘনঘন ব্রণ দেখা যাচ্ছে? তাহলে অবশ্যই প্রয়োজন পাতিলেবু

Published by: ABP Ananda

শরীর ডিহাইড্রেট হয়ে গেলে পাতিলেবু তা থেকে মুক্তি দিতে পারে, pH ব্যালেন্স রাখে নিয়ন্ত্রণে

Published by: ABP Ananda

মুখে দুর্গন্ধের প্রবণতা থাকলে এক নিমেষে তা দূর করে পাতিলেবু, মুখের ভেতরে ব্যাক্টেরিয়া সংক্রমণ নির্মূল করে

Published by: ABP Ananda

পাতিলেবুতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট জয়েন্টের ব্যথা কমায়, সামগ্রিকভাবে প্রদাহ কমাতে পারে

Published by: ABP Ananda

ওজন বাড়তে থাকলে তা কমাতে পারে পাতিলেবু, চিনির মাত্রার নিয়ন্ত্রণে রাখে এবং পেট ভরা রাখতে পারে

Published by: ABP Ananda

মেজাজ হারাচ্ছেন যখন তখন? উদ্বেগ কমিয়ে মানসিক স্বাস্থ্যেরও খেয়াল রাখে পাতিলেবু

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda