সব কিছু যেমন
সবাইকে মানায় না


মুখের আকার অনুযায়ী
চুলের স্টাইলও হতে হয় আলাদা


মেয়েদের কার মুখে
কেমন ছাঁট মানায় জানুন


মুখ ডিম্বাকার হলে লং লেয়ার্স,
ব্লান্ট বব, পিক্সিও মানায়


গোল মুখে লং লেয়ার্স,
সাইড সোয়েপ্ট ব্যাঙ্গস মানায়


মুখ চৌকো হলে সফ্ট অ্যাঙ্গল,
বেশি ভলিউম ভাল লাগে


পানপাতার মতো মুখ হলে চিন লেংথ বব,
কার্টেন ব্যাঙ্গস, কাঁধ পর্যন্ত লেয়ার্স ভাল লাগে


মুখ লম্বা হলে ব্লান্ট ব্যাঙ্গস,
চিন লেংথ বব, কার্লস ভাল দেখায়


ডায়মন্ড শেপে
সাইড ব্যাঙ্গস, পিক্সি মানায়


তবে এব্যাপারে বিশেষজ্ঞের
মতামত নেওয়াই আদর্শ