প্রায় রোজই পারফিউম ব্যবহার করি আমরা তবে অনেক ক্ষেত্রে সুগন্ধ দীর্ঘস্থায়ী হয় না কিছু ভুলের জন্যই এমন সমস্যা হয় হাতের কব্জিতে নিয়ে ঘাডডে-গলায় চেপে ধরবেন না, সুগন্ধ চলে য়ায় জামা-কাপড়ের উপর স্প্রে করলে রং ফিকে হয়ে যেতে পারে অত্যধিক গরমে, রোদে রাখবেন না আপনার পছন্দের পারফিউম বড় বোতলের নয়, পারফিউহম কিনুন ছোট বোতলে বেশিক্ষণ সুগন্ধ ধরে রাখতে দুই পারফিউম মিশিয়ে নিন পারফিউ, বডি স্প্রে প্রাকৃতিক হয় না তেমন, সিন্থেটিক মেশাতেই হয় আগে হাতে ময়শ্চারাইজার লাগান, তার পর পারফিউম