ভালবাসা, ভাল থাকা, খুশি, মানসিক বিষয়

কিন্তু এর পিছনে ভিটামিন ডির ভূমিকা অনেকটাই

Published by: ABP Ananda
Image Source: Canva

ভিটামিন ডি

ভিটামিন ডি-এর মাত্রা কম থাকলে বিষণ্ণতা এবং উদ্বেগের লক্ষণগুলি বৃদ্ধি পায়।

Image Source: Canva

ভিটামিন ডি'এর অভাব হলে শরীরের সেরোটোনিন হরমোনের উৎপাদন কমে যায়

Image Source: Canva

এই সেরোটোনিন হরমোনের উৎপাদন কমে গেলেই

মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। তা থেকেই বিষণ্ণতা বাড়ে।

Image Source: Canva

ভিটামিন ডি র অভাব হলে শরীরে ক্লান্তি আসে।

সবসময় দুর্বল লাগে।

Image Source: canva

ভিটামিন ডি-র ঘাটতি হলে

হাড় ও পেশির ব্যথা বাড়ে, মেজাজ খিটখিটে হয়ে যায়।

Image Source: Pinterest/ Shape

মস্তিষ্কের স্বাস্থ্যর উপর ভিটামিন ডির প্রভাব যথেষ্ট।

নিউরোডেভেলপমেন্ট এবং নিউরোট্রান্সমিটার নিয়ন্ত্রণে এর ভূমিকা অনেক।

Image Source: Canva

ভিটামিন ডি-এর অভাব হলে মন খারাপ বেশি হয়।

মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা বাড়তে পারে।

Image Source: Canva

ভিটামিন ডি-এর অভাব হলে

ঘন ঘন অসুস্থতা, এবং মেজাজের পরিবর্তন দেখা দিতে পারে।

Image Source: Canva