লিভারের মতো হার্টেও ফ্যাট জমে ?

আজকাল লিভারে ফ্যাট জমার সমস্যা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে

একইভাবে হার্টেও ফ্যাট জমা হতে পারে। এটা ফ্যাটি লিভারের মতোই গুরুতর সমস্যা

যখন হার্টের আশপাশে বেশি ফ্যাট জমে যায় তখন তাকে ফ্যাটি হার্ট বলা হয়

মেডিক্যাল পরিভাষায় একে Epicardial Fat বলা হয়

ফ্যাটি হার্ট থেকে হার্ট অ্যাটাক, হাই ব্লাড প্রেসার ও হৃদয়ের অন্য রোগের ঝুঁকি থাকে

স্থূলতা, জাঙ্ক ফুড, শরীর চর্চার অভাব ও মদ-সিগারেটের কারণে হার্টে ফ্যাট জমা হয়ে যায়

এতে মাথা ভারী হয়ে যাওয়া, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া, শ্বাসকষ্ট হওয়া ও দ্রুত হৃদস্পন্দন হওয়া ফ্যাটি হার্টের লক্ষণ

এটা বোঝার জন্য ECG, ECHO, MRI, CT Scan ও লিপিড প্রোফাইল করা হয়

সময় থাকতে নজর না দিলে ফ্যাটি হার্টে প্রাণও চলে যেতে পারে