বিছানায় ঘুমোতে যাওয়ার আগে ফোনের স্ক্রিনে নজর ঘুমের সময় গড়ে ২৪ মিনিট করে কমিয়ে দেয়, বলছে ওই গবেষণা।
ডঃ জেটল্যান্ড জানান, ইদানিং পড়ুয়াদের মধ্যে ঘুমের ব্যাঘাতের বিষয়টি সামনে আসছে। এতে করে মানসিক স্বাস্থ্য, পড়াশোনা ও সার্বিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব পড়ছে।
ডঃ গানহিল্ড জনসেন জেটল্যান্ডের পরামর্শ, ঘুমনোর অন্তত ৩০ মিনিট থেকে ৬০ মিনিট আগে ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিতে হবে।
রাতে নোটিফিকেশনসও যাতে কমে, ব্যবহার কমানো যায়, সে পরামর্শও দিয়েছেন গবেষকদলের প্রধান।
অতএব ঘুমের সঙ্গে ফোনের সম্পর্ক যে শত্রুতার, তা বুঝে নিতে হবে। যেমন পেনসিলভিনিয়া স্টেট ইউনিভারসিটির সাম্প্রতিক আরেকটি গবেষণা অনুযায়ী, প্রাপ্তবয়স্ক যারা পর্যাপ্ত ঘুমোন না, উচ্চ রক্তচাপ আর হাইপারটেনশনের ঝুঁকি বাড়িয়ে তোলেন। বেড়ে যায় হৃদরোগের সম্ভাবনাও