উপোসের ফলে শরীরের জমে থাকা ফ্যাট ঝরে যায়, ক্যালোরিও কম যায় শরীরে

Published by: ABP Ananda

ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে নিয়ন্ত্রণে রাখা যায় রক্তে শর্করার পরিমাণও

Published by: ABP Ananda

উপোস থাকা পর্বে এক ধরনের প্রোটিন তৈরি হয়, যা মস্তিষ্কের কোষকে রক্ষা করে এবং কার্যকারিতা বাড়ায়

Published by: ABP Ananda

কোলেস্টেরলের মাত্রা কমে উপোস করলে, পাশাপাশি প্রদাহও কমতে পারে, সামগ্রিকভাবে সুস্থ থাকে হার্ট

Published by: ABP Ananda

উপোস থাকাকালীন কোষ ভাঙতে থাকে এবং শরীর থেকে টক্সিন বেরিয়ে যেতে পারে

Published by: ABP Ananda

প্রদাহের আশঙ্কা কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে এই পদ্ধতি

Published by: ABP Ananda

পেটের স্বাস্থ্য থাকে ভাল, পাশাপাশি বদহজমের আশঙ্কা কমায় এই পদ্ধতি

Published by: ABP Ananda

এই পদ্ধতিতে অক্সিডেটিভ স্ট্রেস কমে এবং ক্যালোরি শরীরে না যাওয়ায় সামগ্রিকভাবে সুস্থ থাকা যায়

Published by: ABP Ananda

মেটাবলিজ়ম বাড়ানোর পাশাপাশি উপোস করলে বাড়তে পারে এনার্জিও

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda