Image Source: PIXABAY

মেক আপ করতে ভালবাসেন? বা কাজের সূত্রে প্রায়ই মেক আপ করতে হয়? এই নিয়মটি মানেন তো?

স্কিন স্পেশালিস্ট থেকে মেক আপ আর্টিস্ট, অনেকেই বলছেন, মেক আপের আগে বরফ গলা জলে মুখ ডুবিয়ে রাখা জরুরি।

এই কৌশল মানলে একাধিক ফয়দা হতে পারে, জানাচ্ছেন তাঁরা।

এই কৌশল ত্বকের 'পোরস' শক্ত করতে সাহায্য় করে, ফলে ত্বক অনেক মসৃণ হয়।

মেক আপের সময় যে প্রোডাক্টগুলি ব্যবহার করছেন, তা অনেক ভাল ভাবে ত্বকে প্রবেশ করতে পারে।

কোনও লালচে ভাব থেকে থাকলে মুখ বরফ-গলা জলে ডোবানোর পর অনেকটা সুরাহা পাওয়া যায়।

প্রদাহ রয়েছে? সেক্ষেত্রে মেক আপ ব্যবহারের আগে বেশ কিছুক্ষণ বরফ দেওয়া জলে মুখ ডুবিয়ে রাখা জরুরি।

মেক আপ যদি দীর্ঘস্থায়ী করতে হয়, তা হলে দারুণ কাজে দেয় এই টিপস।

সাধারণ ভাবে নিয়মিত যাঁরা মেক আপ করেন, তাঁদের ক্ষেত্রে এই কৌশলটি অনুসরণ করতে বলেন অনেকেই।

তবে কোনও কারণে অসুবিধা হলে দেরি না করে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।