টোম্যাটোর বীজ কাদের খাওয়া উচিত নয় ?

টোম্যাটোর বীজ কিছু লোকের শরীরে সমস্যা সৃষ্টি করতে পারে

যাদের পেটের সমস্যা আছে, তাদের যে কোনও পরিস্থিতিতে টোম্যাটো বীজ এড়িয়ে চলা উচিত

এতে কিছু অ্যাসিডজাতীয় উপাদান থাকে। যা পাচন সংক্রান্ত সমস্যা বাড়িয়ে দেয়

যাদের গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্স বা GERD-র সমস্যা থাকে, তাদের সাবধান থাকতে হবে

কারো টোম্যাটোতে অ্যালার্জি থাকলে, তার টোম্যাটো বীজ খাওয়া চলবে না

যে সব ব্যক্তির কিডনি স্টোনের সমস্যা আছে তারা একদমই টোম্যাটো বীজ খাবেন না

টোম্যাটোয় অক্সোলেট থাকে। যা কিডনি স্টোনের সমস্যা বাড়াতে পারে

অটোইমিউন ডিজিজের সমস্য়া যাদের রয়েছে, তাদেরও টোম্যাটোর বীজ খাওয়া উচিত নয়

এছাড়া গর্ভবতীদেরও এনিয়ে বিশেষ সাবধানে থাকা উচিত