আবহাওয়া বদলে সাইনাসের সমস্যা ?
ABP Ananda

আবহাওয়া বদলে সাইনাসের সমস্যা ?



প্রায়ই হয় তীব্র মাথা ব্যথা।
ABP Ananda

প্রায়ই হয় তীব্র মাথা ব্যথা।



এই কষ্ট থেকে মুক্তি পাবেন ঘরোয়া উপায়েই।
ABP Ananda

এই কষ্ট থেকে মুক্তি পাবেন ঘরোয়া উপায়েই।



সাইনাস আদপে নাকের মধ্যে দিয়ে বাতাস চলাচলে সাহায্য করে।
ABP Ananda

সাইনাস আদপে নাকের মধ্যে দিয়ে বাতাস চলাচলে সাহায্য করে।



ABP Ananda

ডাক্তারি পরিভাষায় একে বলে 'সাইনুসাইটিস'।



ABP Ananda

সাইনাসের সমস্যা এড়াতে ভরসা হল তরল খাবার।



ABP Ananda

এতে নাকের ভিতর জমে থাকা মিউকাস তরল হয়ে যায়।



ABP Ananda

অল্প গরম জল এক নাকে টেনে, অন্য নাক দিয়ে বের করে দিতে পারেন।



ABP Ananda

ফুটন্ত গরম জলে এসেনশিয়াল অয়েল দিয়ে তাঁর ভেপার নিতে পারেন।



ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।