ফেসিয়াল করার মাধ্যমে আপনি সবচেয়ে ভালভাবে ত্বকের খেয়াল রাখতে পারবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনার ত্বককে আরাম দেবে ফেসিয়াল। সার্বিকভাবে ভাল রাখবে ত্বকের স্বাস্থ্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আপনি যদি খুব স্ট্রেসে থাকেন তাহলে একটা ফেসিয়াল করাতে পারেন। আপনার ত্বক রিল্যাক্স থাকবে এর ফলে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকে ফেসিয়াল করলে মূলত মালিশ করা হয় মুখের পেশীতে। তার ফলে মুখের ত্বকে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালভাবে সম্পন্ন হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের ফোলাভাব, কালচে ভাব কমাতেও সাহায্য করে ফেসিয়াল। এমনকি বৃদ্ধি করে কোলাজেন নামক প্রোটিনের উৎপাদন যা ত্বকের জেল্লা বজায় রাখে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফেসিয়াল করার মাধ্যমে যেহেতু মুখের ত্বকের পেশীতে মালিশ করা হয় তাই এর মাধ্যমে ব্যথা, বেসনাও দূর হয়।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের মধ্যে জমে থাকা নোংরা, ময়লা দূর করতে সাহায্য করে ফেসিয়াল। এর ফলে ত্বক দেখতে লাগে ফ্রেশ, উজ্জ্বল।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের গঠন ভাল রাখতেও সাহায্য করে ফেসিয়াল। এছাড়াও দূর করে বলিরেখা অর্থাৎ রিঙ্কেলসের সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ফেসিয়ালের মাধ্যমের মুখের ত্বকের পেশীতে মালিশ করা হয়। তার ফলে আপনার ত্বক থাকবে টানটান।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অতএব নিজের ত্বকের ধরন অনুসারে মানানসই একটা ফেসিয়াল মাসে আপনি করতেই পারেন। উপকার পাবেন অনেক।

Published by: ABP Ananda
Image Source: Pexels